শুভ বসাক, ময়মনসিংহ :
ময়মনসিংহে চাঞ্চল্যকর নিরালা গেস্ট হাউসে তরুণী হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত মো. রাকিবুল ইসলাম রাকিবকে (২৩) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থেকে গ্রেপ্তার করা হয়।রাকিব মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চরচাষি এলাকার মো. খোকন মিয়ার ছেলে।মঙ্গলবার (২১ মার্চ) সকালে পুলিশ কনফারেন্স হলে পুলিশ সুপার মোহাম্মদ মাছুম আহাম্মদ ভূঞা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।তিনি জানান, গত ১৪ মার্চ সন্ধ্যায় রাকিব আগারগাঁও থেকে মিরপুর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড যায়। শেওড়াপাড়া ফুটওয়ার ব্রিজ থেকে এক পতিতা মহিলাকে ময়মনসিংহ যাওয়ার জন্য প্রস্তাব দিলে পাঁচ হাজার টাকার শর্তে যেতে রাজি হয়। তারা রাত দেড়টার দিকে ময়মনসিংহে পৌঁছে নগরীর হোটেল নিরালায় স্বামী-স্ত্রীর পরিচয়ে ২০৯ নং কক্ষে উঠে। পরদিন সকালে টাকা পয়সা নিয়ে ওই মহিলার সঙ্গে রাকিবের ঝগড়া হয়। এক পর্যায়ে রাকিব বিকাশে টাকা উত্তোলনের কথা বলে বাইরে এসে ১০০ টাকা দিয়ে একটি চাকু ক্রয় করে হোটেল রুমে যায়। এসময় রুমের দরজা বন্ধ করে মহিলাকে ওয়াশ রুমে নিয়ে চাকু দিয়ে গলা কাটে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুই হাতের রগ কাটে। তারপর হোটেল রুমের রক্ত পরিষ্কার করে দরজায় তালা দিয়ে চলে যায়।গত ১৮ মার্চ দুপুরে গেস্ট হাউজের দু’তলার ২০৯ নং কক্ষ থেকে অজ্ঞাতনামা ওই নারীর (২০) মৃতদেহ উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে মরদেহের গলায় ধারালো অস্ত্রের কাটা জখম, বাম ও ডান হাতের কব্জিতে রগ কাটাসহ নাক, কান, মুখ আংশিক পচনশীল অবস্থায় দেখা যায়। এই ঘটনায় মরদেহের পরিচয় সনাক্ত না হওয়ায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলার করে। মামলাটি তদন্তকালে জানা যায়, রাকিব পড়াশোনার পাশাপাশি সমাজ সেবা অফিসে আউট সোর্সিংয়ের কাজ করে। আসামিকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply