চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের নানুপুর বাজারে এক লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচার কার্যক্রম চালিয়েছে ফটিকছড়ি উপজেলা বিএনপি। গত ২০ সেপ্টেম্বর শনিবার বিকালে এই কর্মসূচির নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার।
এ সময় দলের নেতা-কর্মীরা নানুপুর বাজারের বিভিন্ন দোকানে এবং সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন। লিফলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়, যা বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য প্রণীত হয়েছে বলে দাবি করা হয়।
এই কর্মসূচিতে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা জানান, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তাদের প্রস্তাবিত পরিকল্পনা তুলে ধরে জনমত গঠন করাই তাদের মূল লক্ষ্য। কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেন, “আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি। আমাদের এই ৩১ দফা কর্মসূচি তারই একটি অংশ।”
এই লিফলেট বিতরণ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি তাদের দাবিগুলো নিয়ে জনগণের কাছে সরাসরি পৌঁছানোর জন্য এ ধরনের কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে।
Leave a Reply