1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
নরসিংদীতে নবাবগত জেলার প্রশাসকের সাংবাদিকদের সাথে মতবিনিময় - দৈনিক আমার সময়

নরসিংদীতে নবাবগত জেলার প্রশাসকের সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নরসিংদীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
নরসিংদী জেলা প্রশাসক এর মিলনায়তনে শনিবার (১৪ সেপ্টেম্বর, ২৪) বিকাল সাড়ে তিনটায় নরসিংদী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তিনি এ মতবিনিময় করেন।
মতবিনিময়কালে নবাগত ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন। সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের মাধ্যমেই আমরা সমাজের চলমান ঘটনা গুলো আগে জানি। তিনি সাংবাদিকদের সততা, আন্তরিকতা এবং পেশাগত দায়িত্ব পালন করার আহবান জানিয়ে বলেন, একটি সুন্দর, আধুনিক,উন্নত ও শান্তিপূর্ণ নরসিংদী জেলা গড়তে সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতা কামনা করে বলেন,আমরা ন্যায়ের পথে অবিচল থাকবো এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও নিবো। সুন্দর, উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন সবার প্রচেষ্টায় এবং দায়িত্বশীল কাজের মাধ্যমেই এগিয়ে যাবো। পরে সাংবাদিকরা নানান বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরে বলেন সুন্দর নরসিংদী জেলা গড়তে সাংবাদিকরা পাশে থাকার আশ্বাস দেন। আলোচনা সভায় নরসিংদী জেলায় যে সমস্ত সমস্যা গুলো আলোচনাতে উঠে এসেছে তার দ্রুত সময়ে আইনানুগ ভাবে সমাধানেরও আশ্বাস দেন নবাগত ডিসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com