গ্যাস, বিদ্যুৎ, তেল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
শনিবার (৮ মার্চ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের মুন্নু এন্ড সন্স কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসিন ফেরদৌস মুরাদের উদ্যােগে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দীন মনজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াছিন ফেরদৌস মুরাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো: লোকমান হোসেন, সুনীল সাহা, আইয়ুব খান, এনায়েত হোসেন, শাহিনুর রহমান, খলিলুর রহমান, যুবদল নেতা এবাদুল হক জাহিদ, ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ ফারুক, সুরুজ বাঙ্গালী, সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ধামরাই উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির এ অবস্থান কর্মসূচিতে বিশৃঙ্খলা বা কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানার পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হলেও ইনডোরে শান্তিপূর্ণ ভাবে এ কর্মসূচি সমাপ্ত হয়েছে।
Leave a Reply