কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে জেলেদের জালে আটকা পড়ে প্রায় বিলুপ্ত
প্রাণী ঘড়িয়াল। উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চরের পদ্মা নদীতে
সাড়ে ৪ ফুটের এ ঘড়িয়ালটি আটকা পড়ে জেলেদের জালে। পরে খুলনা
বিভাগীয় বন ও পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপক মফিজুর রহমান চৌধুরীর
নেতৃত্বে একটি টিম পদ্মা নদীতে নিরাপদ স্থানে অবমুক্ত করেন।
স্থানীয় ও জেলেদের সাথে কথা বলে জানাযায়, সোমবার দিনগত রাতে জেলে
কামরুল ইসলাম নদীতে মাছ ধরতে গেলে ভোর ৫ টার দিকে জাল তুলতেই উঠে
আসে সাড়ে ৪ ফুটের এ ঘড়িয়ালটি। পরে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন দিলে
খুলনা বিভাগীয় বন ও পরিবেশ অধিদপ্তরের একটি টিম এসে বিকেল ৪ টার
দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ ও মরিচা ইউপির
চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদের সহযোগিতায় উপজেলা বন
কর্মকর্তা আবু বকর রুমেল ও ২ নং ওয়ার্ডের মেম্বর নাসির উদ্দীন এর কাছে
জেলেরা ঘড়িয়ালটি সুস্থ্য অবস্থাই হস্তান্তর করেন। পরে তারা পদ্মা নদীর নিরাপদ
যায়গায় অবমুক্ত করেন বিলুপ্ত প্রাণী ঘড়িয়ালটি।
Leave a Reply