ঢাকার দোহারে বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক কুলসুম বেগমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগের এক দফা দাবিতে ছাত্রীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
২১ শে আগস্ট (বুধবার) সকাল থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গনে ছাত্রীরা বিক্ষোভ করতে থাকে। এসময় তারা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
ছাত্রীরা স্কুলে নিরাপত্তাহীনতায়, যথাসময়ে স্কুলে প্রধান শিক্ষিকা না আসা, স্কুলের উন্নয়নের বাজেট আত্মসাৎ, বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী থেকে শুরু করে শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে অশোভন আচরণ, বিদ্যালয়ে কোনো খেলাধুলা ও মেলা অনুষ্ঠিত না হওয়া, কম্পিউটার এবং লাইব্রেরি বিজ্ঞান রুম থাকার পরেও সেগুলো ব্যবহার না হওয়া সহ আরো অনেক অভিযোগ করে। এ সময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জাকির হোসেন পরিস্থিতি স্বাভাবিকে আনার চেষ্টা করলে ছাত্রীদের ক্ষোভের মুখে পড়ে যায় তিনি। পরে তিনি বলেন কুলসুম ম্যাডাম বিদ্যালয়ে আসলে বাকি সিদ্ধান্ত গ্রহণ করবেন।
Leave a Reply