ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া বাজারের দুই পাশে অবৈধ স্থাপনার জন্য রাস্তা সরু হয়ে জ্যাম লেগে থাকতো। তাই জানযট নিরসন ও বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সদর উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে এবং সড়ক ও জনপথ, ময়মনসিংহ বিভাগের সার্বিক সহযোগিতায় দাপুনিয়া বাজারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় একদিকে বাজার যানযট মুক্ত অপরদিকে সরকারের সম্পদ অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত হয়েছে। এতে জানযট মুক্ত পরিবেশে ব্যবসা করার সুযোগ হওয়ার আনন্দ-উৎসাহে বাজারের ক্রেতা বিক্রেতাসহ ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। জনস্বার্থে এই ধরনের অভিযান উপজেলা প্রতিটি হাট-বাজারে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
Leave a Reply