বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ খান থানার ওসি অপারেশন আফতাব উদ্দিন শেখ।
এসময় তিনি জানান কোটবাড়ি চেকপোস্ট এ ডিউটি কালীন এ এস আই আব্দুল হান্নান মিয়া ৩:৪৫ মিনিটের সময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার আটকায় এসময় আটককৃতদের কথাবার্তা সন্দেহজনক হলে তাদের গাড়ী চেক করা হয়, এসময় গাড়ির ভিতরে একটি সাদা ব্যাগের ভিতর ২২ টি মোবাইল দেখতে পান, তৎক্ষনাৎ তিনি দক্ষিণ খান থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানালে তিনি হোন্ডা ৯৪ ডিউটি রত এস আই আবু তাহেরকে ঘটনাস্থলে পাঠালে তিনি এসে চোরাই কৃত মালামাল জব্দ করে থানায় নিয়ে আসেন।
আটককৃত ব্যক্তিরা হলেন ১/ আব্দুল মান্নান (৩২) পিতা মৃত ছালাম সরকার, মাতা হাসিনা বেগন সাং গুনাগুড়ী, থানা বাশখালী,জেলা চট্টগ্রাম, এ/পি কালাম সাহেবের বাসার ভাড়াটিয়া, আমিন পাড়া, থানা কেরানিগঞ্জ, জেলা ঢাকা, ২/ বোরহান উদ্দিন রাজু(৩২) পিতা মৃত সহিতুল্লাহ, মাতা মোছাঃ তহমিনা সাং তোপখানা, থানা বানিয়াচং, জেলা হবিগঞ্জ, এ/পি হাজী বেলাল সাহেবের বাসার ভাড়াটিয়া, মাছিমপুর থানা টংগী পূর্ব, গাজীপুর।
দক্ষিণ খান থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন খান জানান চোরাই কৃত মালামাল জব্দ করে আটককৃত ২ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে, এরা একটি চোরাই চক্রের সক্রীয় সদস্য, এদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
Leave a Reply