জামালপুরের মেলান্দহ ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছে। রবিবার ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেতমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকার শাহ্ আলম (৩৫), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মণ (২৭) ও গাড়ি চালক জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকার কাজল মিয়া (৩৫)।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ভোরে নারায়ণগঞ্জ থেকে মেলান্দহগামী লবণ বোঝাই একটি ট্রাক ও মেলান্দহ থেকে জামালপুরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। তারা একটি মোবাইল ফোন কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা যায়।
Leave a Reply