আব্দুল্লাহ আল লোমান, জামালপুর জেলা প্রতিনিধি :
‘মুজিববর্ষ’ উপলক্ষে জামালপুরে চতুর্থ ধাপে জমিসহ ঘর পাচ্ছেন আরও ২৪৩টি পরিবার। এর মধ্যে ১১৪টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হতে যাচ্ছে জেলার মেলান্দহ, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা।
আগামীকাল (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
জেলা প্রশাসক বলেন, ভূমিহীনমুক্ত হলেও এই প্রক্রিয়া চলমান থাকবে। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে কোনো ভূমিহীন পাওয়া গেলে দ্রুত সময়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জানা যায় প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সাথে এই বাড়িতে থাকছে দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা, বিদ্যুৎ ও সুপেয় পানির জন্য নলকূপ। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
Leave a Reply