শরীয়তপুর জাজিরা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
জাজিরা উপজেলার পৌরসভা সহ সকল ইউনিয়নের যে সকল নাগরিকরা এখনো প্রতিবন্ধী ভাতার আবেদন করেননি, তারা
http:// mis. bhata.gov.bd/ online লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
জাজিরা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ আলম জানান, এই কর্মসূচির আওতায় এখনো যারা প্রতিবন্ধী ভাতা পাননি, তাঁদের অনলাইন আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বলা হচ্ছে।তবে সুবর্ণ নাগরিক কার্ড (প্রতিবন্ধী শনাক্তকরণ পরিচয়পত্র) আবশ্যক। কার্ড ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীকে নগদ অ্যাকাউন্টের মোবাইল নম্বর নির্ভুলভাবে প্রদান করতে হবে। একই নম্বর একাধিক ব্যক্তির জন্য ব্যবহার করা যাবে না। তাছাড়া যাঁরা ইতোমধ্যেই প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তিনি আরো বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিশ্চিতকরণে এই ভাতা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Leave a Reply