1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
জাজিরায় পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

জাজিরায় পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো. ফারুক হোসেন, জেলা প্রতিনিধি শরীয়তপুর
    প্রকাশিত : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
শরীয়তপুর জাজিরায় জাতীয় পুষ্টি পরিসেবা (এনএনএস) কর্তৃক আয়োজিত পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১ জানুয়ারি সকাল ১১ টার সময় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এনএনএস) প্রকৌশলী  মোঃ নাজমুল আহসান, আন্তর্জাতিক প্রোগ্রাম অফিসার এস এম রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  মোজাম্মেল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার,  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা সুমন চৌধুরী, পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন খান, পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজী, জাজিরা ডিগ্রী কলেজের অধ্যাপক স্বপন কুমার মন্ডল, জাজিরা সরকারি মোহর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান, এনজিও প্রতিনিধি, বিভিন্ন স্কুলের শিক্ষক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ অন্যান্যরা।
কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান  খাদ্যের সুষম পুষ্টিগুণ, স্বাস্থ্যের জন্য পরিমিত ক্যালরি গ্রহণ, গর্ভবতী মা ও নবজাতকের জন্য পুষ্টি ও পরিচর্যা সহ বিভিন্ন স্বাস্থ্যসম্মত পুষ্টি বিষয়ক আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com