চট্টগ্রামে অজ্ঞাতনামা অস্ত্রধারীদের গুলিতে মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বাকলিয়া) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুরুতর আহত হয়েছেন। ৫ নভেম্বর ২০২৫, বুধবার বিকেলে নগরীর বায়েজিদ এলাকার চালিয়াতলীতে নির্বাচনী গণসংযোগ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার সঙ্গে থাকা আরও কয়েকজনও আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার নাম পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও, এখনো নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে এরশাদ উল্লাহ বায়েজিদ চালিয়াতলীর ক্যাম্পিং এলাকায় গণসংযোগে ছিলেন।
এ সময় একদল অস্ত্রধারী মোটরসাইকেলযোগে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দে এলাকা মুহূর্তে আতঙ্কে ভরে যায়। পরে রাস্তায় সাদা ট্র্যাকস্যুট পরা এক যুবককে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ভিডিওতে দেখা সেই যুবকই সরোয়ার হোসেন বাবলা বলে জানান কয়েকজন স্থানীয় ব্যক্তি।
চট্টগ্রাম মহানগর বিএনপির এক সদস্য বলেন,
আমরা এখন হাসপাতালে যাচ্ছি। এরশাদ উল্লাহর অবস্থা সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে,
“চট্টগ্রাম–৮ আসনে দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগ চলাকালে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন।”
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন,
“এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় ছিলেন। কে বা কারা গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
গত সোমবার (৩ নভেম্বর) চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বাকলিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করে দলটি। ঘোষণার দুদিন পরই এই হামলার ঘটনা ঘটে, যা নির্বাচনী অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
Leave a Reply