1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গুরুতর চোটে ছয় সপ্তাহ মাঠের বাইরে পেদ্রি - দৈনিক আমার সময়

গুরুতর চোটে ছয় সপ্তাহ মাঠের বাইরে পেদ্রি

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বার্সেলোনার চোটের দুঃস্বপ্ন যেন শেষই হচ্ছে না। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে পরাজয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই এবার দল হারাল তাদের সবচেয়ে নির্ভরযোগ্য মিডফিল্ডার পেদ্রিকে। ক্লাবের ঘোষণায় জানা গেছে, বাঁ-পায়ের পেশিতে গুরুতর চিড় ধরা পড়েছে এই স্প্যানিশ তারকার, ফলে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
কাতালান ক্লাবটি গত বুধবার নিশ্চিত করেছে, পেদ্রির বাঁ-পায়ের বাইসেপস ফেমোরিস পেশিতে ইনজুরি ধরা পড়েছে। চিকিৎসকদের প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, সেরে উঠতে তার চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে তিনি মিস করবেন অন্তত আটটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যার মধ্যে রয়েছে ক্লাব ব্রুজ, সেল্টা ভিগো, অ্যাথলেটিক বিলবাও, চেলসি, আলাভেস, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল বেটিসের বিপক্ষে লড়াইগুলো। একই সঙ্গে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে স্পেন জাতীয় দলের নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচগুলোতেও তাকে পাওয়া যাবে না।
পেদ্রির এই ইনজুরি হানসি ফ্লিকের জন্য বড় ধাক্কা। মৌসুমের শুরু থেকেই বার্সেলোনা একের পর এক চোটের সমস্যায় জর্জরিত। ইতোমধ্যে লেভানদোভস্কি, গাভি, রাফিনিয়া, টের স্টেগেন ও দানি ওলমো মাঠের বাইরে, এখন সেই তালিকায় যোগ হলো মাঝমাঠের মূল ইঞ্জিন পেদ্রি।
ফ্লিকের হাতে বিকল্প হিসেবে রয়েছেন ফ্রেংকি দে ইয়ং, যিনি নিজেও চোট কাটিয়ে ফিরছেন, তরুণ মার্ক কাসাদো এবং সেরে ওঠার শেষ পর্যায়ে থাকা দানি ওলমো। তবে এই খেলোয়াড়দের কেউই পেদ্রির মতো ধারাবাহিক নন। এ মৌসুমে পেদ্রি ছিলেন বার্সেলোনার একমাত্র ফুটবলার যিনি সব ১৩টি অফিসিয়াল ম্যাচে শুরুর একাদশে খেলেছেন এবং ১,০০০ মিনিটের বেশি সময় মাঠে ছিলেন। বিশ্রামের সুযোগ না পাওয়াই তার পেশিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ গোলে হারের ম্যাচে পেদ্রি শেষ দিকে লাল কার্ড দেখেন। তার পরেই আসে এই চোটের খবর, যা বার্সেলোনার মৌসুমে নতুন অনিশ্চয়তা যোগ করেছে। ফ্লিকের জন্য এখন এটি কেবল কৌশলগত নয়, মানসিক পরীক্ষাও বটে-পেদ্রিবিহীন বার্সাকে কীভাবে সামলান, সেটিই এখন কাতালোনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।
লা লিগায় বর্তমানে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা, আর ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রেয়াল মাদ্রিদ। যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে পেদ্রির মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে ৯ ডিসেম্বর, আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com