1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
গণধর্ষণ মামলার আসামী ওবায়দুল হক প্রকাশ রাজু’কে গ্রেফতার করেছে র‍্যাব-৭ - দৈনিক আমার সময়

গণধর্ষণ মামলার আসামী ওবায়দুল হক প্রকাশ রাজু’কে গ্রেফতার করেছে র‍্যাব-৭

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ওবায়দুল হক প্রকাশ রাজু’কে দীর্ঘ ১২বছর পর বাকলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার মামলা নং-২৭ (০৩) ২০১২, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৯ (৩) মামলার  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  পলাতক আসামী ওবায়দুল হক প্রকাশ রাজু কে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন আহাদ কনভেনশন এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১০ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে আনুমানিক ১৮১০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ওবায়দুল হক প্রকাশ রাজু (৩২), পিতা- মোস্তাফিজুর রহমান সেলিম, সাং-খালপাড়, থানা- পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।৬৩৩৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com