পাকিস্তানের লাহোরে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শুরু হয়েছে ছাত্র-জনতার তীব্র বিক্ষোভ। এমন পরিস্থিতিতে অনেক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ শুক্রবার (১৮ অক্টোবর) থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ায় পুলিশ প্রায় ৩শ’ ৮০ জনকে গ্রেফতার করেছে ।
পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, সকল ধরণের বিক্ষোভ, মিছিল এবং জনসাধারণের কার্যক্রম দুই দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাঞ্জাবজুড়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।
Leave a Reply