1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
কারিতাস আলোকিত শিশু প্রকল্পের সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

কারিতাস আলোকিত শিশু প্রকল্পের সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মাহবুব উদ্দিন
    প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

 

গত ১৮ই নভেম্বর ২০২৪ ইং রোজ সোমবার কারিতাস আলোকিত শিশু প্রকল্পের সমন্বয় কমিটির ত্রি মাসিক সভা গাবতলী ডি আই সি তে অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাব এর উপদেষ্টা মোহাম্মদ মাহবুব উদ্দিন , অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাল্গুনী টিভির রাবেয়া সুলতানা , দৈনিক বাংলাদেশ এর মিজানুর রহমান মিজান , মোঃ জহুরুল হক লিটন , মোঃ নাসির , বিপাশা , অনুদাস এছাড়া সরকারি , বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় জনগণের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি এর কমান্ডার শরিফুল ইসলাম , ইউসেফ এর শামস – ই – আফরোজ , ব্র্যাক এর মোঃ শামীম হোসেন , এ্যাডরা বাংলাদেশ এর ভারতী রায় , বিডিপি স্কুল এর রাশিদা আক্তার , কাপ এর আলো , ব্রাক স্কুল এর সৈয়দা মহুয়া , এস ডি পি এর সুবোধ চন্দ্র বর্মন , ব্রাক এর শামীম হোসেন , জাগরনী এর মৌসুমি আলম , কাপ এর কণা চৌধুরী , ধর্ম শিক্ষক মাওলানা বশির উল্লাহ , হালিমা , পারভীন খানম , সাকিবা আক্তার , নুসাইবা প্রমূখ।
সভায় প্রতিটি সংগঠনের প্রতিনিধি গণ কারিতাস বাংলাদেশ এর আলোকিত শিশু প্রকল্পের শিশুদেরকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং আলোকিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন , অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কারিতাস বাংলাদেশ এর মুক্তা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com