আর কয়েক দিন পরেই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। এই উৎসবকে ঘিরে ডিমলা দোকান মালিকেরা ঈদের নতুন পোশাক তুলেছেন। এরই মধ্যে মার্কেটগুলোতে আসতে শুরু করেছে ক্রেতা।
মার্কেটে ক্রেতা আসলেও নেই তেমন বেচাকেনা। বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পোশাক দেখেই চলে যাচ্ছে তারা। পোশাকের দামের সাথে ক্রেতার বাজেট মিল না থাকায় এমনটা হচ্ছে বলে জানান ক্রেতারা। এতে হতাশ দোকান মালিকরা।
নীলফামারীর ডিমলা উপজেলায় বেশ কয়েকটি মার্কেট রয়েছে। সকল মার্কেটগুলোতে ক্রেতা আসলেও বেচাকেনা এখনো তেমন একটা শুরু হয়নি বলে জানান ব্যবসায়িরা।
সরেজমিন ডিমলার বিভিন্ন বাজারের মার্কেটে গিয়ে দেখা যায়, সকাল থেকেই দোকানে ক্রেতাদের ভিড় কম থাকলেও ইফতারের পর একটু ক্রেতা সমাগম বেশি । পোশাকের দাম শোনার পর বেশির ভাগ ক্রেতাই ফিরে যাচ্ছে। একজন ক্রেতা একাধিক দোকানে ঘুরছে। তবে শিশুদের পোশাকের বেশ চাহিদা রয়েছে। এখন পর্যন্ত শিশুদের পোশাকই বেশি বিক্রি হয়েছে বলে জানান ব্যবসায়িরা।
অনেক ক্রেতার অভিযোগ এবারের পোশাকে অতিরিক্ত দাম হাকাচ্ছেন দোকান মালিকরা। আর মালিকরা বলছেন- গত বছরের তুলনায় এবারে প্রতিটি পোশাকেরই দাম বেড়েছে । আমাদের করার কিছুই নেই।
গয়াবাড়ী ইউনিয়নের আঃ আজিজ বলেন, ছেলের জন্য জামা কিনতে এসেছি। দাম অনেক বেশি এবার। যেভাবে দাম বেড়েছে সেভাবে তো আমাদের আয় বাড়েনি।
চাঁদনী ফ্যাশনের পরিচালক বলেন, এবার এখনো জমে ওঠেনি বেচাকেনা। তবে মার্কেটে আসতে শুরু করেছে ক্রেতা। এখন পর্যন্ত শিশুদের পোশাকই বেশি বিক্রি হচ্ছে। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছে। ঈদের পূর্বমূহুর্তে বেচাকেনা বাড়বে বলে আশা করছি।
অতিরিক্ত দামের কথা জানতে চাইলে তিনি বলেন,ঢাকার বড় বড় পাইকেরি মার্কেটে খোঁজ নিয়ে দেখুন এবার সব পোশাকেরই দাম বেড়েছে। আমাদের কি করার আছে?
Leave a Reply