1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঈদগাঁওতে সুফল প্রকল্পে ৫৭ লাখ টাকার তহবিল - দৈনিক আমার সময়

ঈদগাঁওতে সুফল প্রকল্পে ৫৭ লাখ টাকার তহবিল

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
কক্সবাজারের ঈদগাঁও রেঞ্জে আজ ১১ মে জীবিকা উন্নয়ন তহবিল বিতরণ করা হয়েছে। এতে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় ৫৭ লাখ ২০ হাজার ৪’শ টাকার চেক হস্তান্তর করা হয়।
রেঞ্জ প্রাঙ্গণে সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কমিটির সভাঘরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুফল প্রকল্পের সিনিয়র মনিটরিং ও ইভালুয়েশন স্পেশালিস্ট, সাবেক প্রধান বন সংরক্ষক মোহাম্মদ শফিউল আলম চৌধুরী।
কক্সবাজার উত্তর বনবিভাগ আয়োজিত
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার।
বিশেষ অতিথির স্বাগত বক্তব্য দেন মেহের ঘোনার সহকারি বন সংরক্ষক ডক্টর প্রান্তোষ চন্দ্র রায়।
এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার ব্যবস্থাপক ও এসএভিপি মোহাম্মদ রমিজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক এস, এম তারেকুল হাসান (তারিক), ঈদগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম ও ধইল্ল্যা ঝিরি সহযোগিতামূল বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি হামিদ উল্লাহ বক্তব্য রাখেন।
প্রশ্নোত্তর পর্বে অংশ নেন
সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম, পূর্ব ভাদীতলা সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল হাকিম প্রকাশ বাদশাসহ অনেকে।
নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট- নেকমের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ভোমরিয়া ঘোনা ও পূর্ণ গ্রাম বিটের চারটি গ্রুপের ২২৭ জন উপকারভোগীকে প্রকল্পের আওতায় আনা হয়।
চেক বিতরণ কালে নেকমের উপ- প্রকল্প পরিচালক ড, শফিকুর রহমান, ড, প্রণব কুমার মজুমদার, ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার হাফেজ জিয়াউল হক, মহিলা মেম্বার খালেদা আক্তার, ঈদগাহ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক ব্যাংকার ফরিদুল আলম, ভোমরিয়া ঘোনা বিট কর্মকর্তা মাংয়ু মারমা, পূর্ণগ্রাম বিট কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলমসহ বন কর্মচারী, ভিলেজার ও নেকমের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা জানান, পূর্ণগ্রাম বিটের অবশিষ্ট একটি গ্রুপের সদস্যদেরকেও পর্যায়ক্রমে এ সুবিধার আওতায় আনা হবে।
প্রধান অতিথি বলেন, জনবান্ধব বর্তমান সরকার গণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্পের অনুদানের এ অর্থ সঠিক ভাবে ব্যয় করতে হবে। জীবন জীবিকার ব্যবস্থা করতে সরকার এ মহতি উদ্যোগ নিয়েছেন।
তিনি পরবর্তীতেও কয়েক দফে এ ধরনের অনুদান প্রদান অব্যাহত থাকবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com