1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
আমিরাতের রাষ্ট্রদূত ভিসা নিয়ে বাংলাদেশিদের দিলেন সুখবর - দৈনিক আমার সময়

আমিরাতের রাষ্ট্রদূত ভিসা নিয়ে বাংলাদেশিদের দিলেন সুখবর

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের প্রায় সব ধরনের ভিসা বন্ধ থাকায় বিপাকে রয়েছেন প্রবাসীরা। বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদির এক মন্তব্যে যেন আশার আলো দেখতে পাচ্ছেন প্রবাসীরা।আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে, বাংলাদেশীদের জন্য আমিরাতের ভিসা সংকট দূর হবে।
এই জন্য ভিসা প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ছেন।

দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে তিনি একথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাকির হোসেন, ড. রেজা খান, ইঞ্জিনিয়ার এম এ সালাম খান, দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন সহ আরো অনেকে।

ভ্রমণ পিয়াসু এবং চাকরির ক্ষেত্রে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে আমিরাত। ভিসা বন্ধ থাকায় হুমকির মুখে দেশটির শ্রমবাজার। অথচ রেমিট্যান্স প্রেরণে টানা প্রথম স্থানও অর্জন করেছিল দেশটি।

নিশ্চিত না হলেও সম্ভাব্য আগামী জানুয়ারি বা ফ্রেব্রুয়ারিতে বাংলাদেশিদের ভিসা সমস্যা নিরসন হতে পারে।

সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তর শ্রমবাজারের দেশ সংযুক্ত আরব আমিরাত। ভিসা সংকট থাকায় এই দেশটির শ্রমবাজার যেন রুদ্ধ হয়ে পড়েছে। বিএমইটি থেকে ২০২৩ সালে বহির্গমন ছাড়পত্র নিয়ে আমিরাতে গেছেন প্রায় ৯৯ হাজার বাংলাদেশি। চলতি বছর এই সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।

ডিসেম্বরে শেষ হতে চলেছে অবৈধ প্রবাসীদের জন্যে দেয়া আমিরাত সরকারের সাধারণ ক্ষমার মেয়াদ। তাই এই সময়ের মধ্যে এই সুযোগ গ্রহণ করে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন কমিউনিটি নেতা এবং মিশন কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com