1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আব্দুল্লাহ আল নোমানের স্মরণে শোক সভা ও ইফতার মাহফিল - দৈনিক আমার সময়

আব্দুল্লাহ আল নোমানের স্মরণে শোক সভা ও ইফতার মাহফিল

আমার সময় অনলাইন ডেস্বক
    প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল, রেজিঃ নং- ২৩০৭ এর আয়োজনে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ওয়াসা ভবনে প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের গণমানুষের নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে শোক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত শোক সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেন, বিএনপির ও সহযোগি সংগঠনগুলোতে অনুপ্রবেশের কোন সুযোগ নেই। প্রয়াত নেতা নোমান ভাই ছিলেন নেতা ও কর্মী গড়ার কারিগর এবং জাতীয়তাবাদী চেতনার প্রাণপুরুষ।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ. এম নাজিম উদ্দিন বলেন, মরহুম নোমান ভাই ছিলেন চট্টগ্রামের নেতাদের নেতা। তার চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে বড় শূন্যতা দেখা দিবে। জননেতা আব্দুল্লাহ আল নোমান ছিলেন শ্রমজীবি মানুষের খুব আপনজন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেন, নোমান ভাই ছিলেন আমাদের রাজনৈতিক শিক্ষক।

অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন মরহুম আব্দুল্লাহ আল নোমানের সুযোগ্য সন্তান সাঈদ আল নোমান তুর্য্য। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া চান এবং পিতার মতই চট্টগ্রাম মানুষের জন্য কাজ করতে সবার সহযোগিতা চান।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ইয়াছিন চৌধুরী লিটন ও মোঃ শাহ্ আলম।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল করিম কচি, মহানগর মহিলা সভানেত্রী মনোয়ারা বেগম মনি, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নূরুল্লা বাহার, সহ-সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী মিনু, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি তাহের আহম্মেদ, আব্দুল বাতেন, আনোয়ারুল আজিম সবুজ, সফিক মজুমদার, আবু বক্কর সিদ্দিক। চট্টগ্রাম ওয়াসা শ্রমিক দলের পক্ষে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, কামাল খান, তৌহিদুল ইসলাম, বেলায়েত হোসেন, আবু জাফর, মোঃ মিয়া, বোরহান উদ্দিন, ফরহাদ হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন- ওয়াসা শ্রমিক দলের সভাপতি মোঃ মামুনুর রশিদ, সভা পরিচালনা করেন- কাজী মহিউদ্দিন মানিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com