শুভ বসাক, ময়মনসিংহ :
ময়মনসিংহে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ১৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব এহতেশামুল আলম ।আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ লায়ন মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান শাহীন।অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাসকিনা খানম। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।এর আগে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আয়োজনে পিঠা মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply