1. : admin :
মরহুম ডা. এস এ মালেক এর শুভ জন্মদিনে তাঁর অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা - দৈনিক আমার সময়

মরহুম ডা. এস এ মালেক এর শুভ জন্মদিনে তাঁর অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা

এইচ এম মেহেদী হাসান
    প্রকাশিত : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

 

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সাবেক জ্যেষ্ঠ সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট চিকিৎসক, প্রাক্তন জাতীয় সংসদ সদস্য, দেশবরেণ্য বুদ্ধিজীবী, বিশিষ্ট লেখক ও কলামিস্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী

শেখ হাসিনা’র সাবেক রাজনৈতিক উপদেষ্টা
মরহুম ডা.এস এ মালেক এর শুভ জন্মদিন।

ডা. এস এ মালেক ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন।

ডা. এস এ মালেক বঙ্গবন্ধু পরিবারের ব্যক্তিগত চিকিৎসকও ছিলেন। তিনি আমৃত্যু সততার সাথে জীবনযাপন করেছিলেন। তিনি দৈনিক ইংরেজি এবং দৈনিক বাংলা পত্রিকাগুলোতে নিয়মিত সমসাময়িক কলাম লিখেছিলেন একাধারে।তাঁর কলাম সংখ্যা প্রায় ১২ হাজারের অধিক হবে।

ডা. এস. এ. মালেক ২০২২ সালের ৬ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ডা. এস এ মালেক যে সংগঠনের সাথে আমৃত্যু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, বাংলাদেশের একমাত্র প্রগতিশীল বুদ্ধিজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ মরহুম ডা. এস এ মালেক এর জন্মদিন উপলক্ষ্যে তাঁর জীবনী নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৮ আগস্ট, শুক্রবার বিকাল চারটায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে এই মহান ব্যক্তির জন্মদিনের স্মৃতিচারণ অনুষ্ঠান। যদিও তিনি জীবিত থাকাকালীন কখনোই তাঁর জন্মদিন আনুষ্ঠানিকভাবে উদযাপন করেননি। বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম ডা. এস এ মালেক এর স্মৃতিচারণ
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর
ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সঞ্চালনা করবেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক।
এই ক্ষণজন্মা মহান পুরুষের
স্মৃতিচারণে অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রথিতযশা বিশিষ্ট বুদ্ধিজীবীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com