1. : admin :
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে মহান স্বাধীনতা দিবস পালিত - দৈনিক আমার সময়

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে মহান স্বাধীনতা দিবস পালিত

শুভ বসাক
    প্রকাশিত : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বাকৃবি চত্বরে) স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।এরপর মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিনা) ময়মনসিংহ এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম,বিনার পরিচালক (প্রশা: ও সা.সা.) ড. মো: আবুল কালাম আজাদ,বিনার পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড.মো: ইকরাম-উল হক। পুস্পস্তবক অর্পণ শেষে বক্তারা বলেন,স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। জাতির পিতার নেতৃত্বে এক অসম যুদ্ধে জাতির সূর্যসন্তানরা ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা অর্জনের লক্ষ্যে।এ দেশ স্বাধীন হয়েছিলো বলেই বিশ্ব দরবারে‌ বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়।এ সময় আরো উপস্থিত ছিলেন বিনার অন্যান্য-কর্মকর্তা-কর্মচারীসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com