1. : admin :
বড়াইগ্রাম ও গুরুদাসপুরে বিশাল সংবর্ধনায় সিক্ত হলেন এমপি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি - দৈনিক আমার সময়

বড়াইগ্রাম ও গুরুদাসপুরে বিশাল সংবর্ধনায় সিক্ত হলেন এমপি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি

রতন আলী নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪
নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের এমপি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি নিজ এলাকায় আসলে নেতা-কর্মীসহ হাজার হাজার জনগণ বিশাল সংবর্ধনা প্রদান করেন। রোববার বিকেলে নাটোর সীমান্ত গুরুদাসপুরের কাছিকাটা এলাকায় পৌঁছালে দুই সহ¯্রাধিক মোটরসাইকেল সহ গাড়ির বহর তাকে স্বাগত জানায়। পরে গুরুদাসপুর হয়ে বড়াইগ্রামের পৌঁছালে হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানায় এবং ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনায় জন¯্রােত দেখে আবেগ আপ্লুত হয়ে কাঁদলেনও তিনি। এ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক ৫ বারের এমপি ও বার বার নির্বাচিত (সাবেক) জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক আব্দুল কুদ্দুস এর একমাত্র কন্যা। তিনি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও নাটোর জেলা আ’লীগের সদস্য। তিনি ১২তম জাতীয় সংসদের ৩০৮-সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।বিকেল সাড়ে ৫টায় উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে পৌঁছানোর পর উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে স্বাগত জানায়। এ সময় এমপি মুক্তি’র সাথে তার ছোট ভাই নাটোর জেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস উপস্থিত ছিলেন। এমপি মুক্তি ও অন্যান্য সকল নেতৃবৃন্দ বাইপাস চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে ও বঙ্গবন্ধুর পরিবারের সকল নিহতের স্মরণে একমিনিট নীরবতা পালন করে।  সন্ধ্যার পর বনপাড়াস্থ ডা. আয়নুল হক চত্বরে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও অরাজনৈতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ ফুল ও ক্রেস্ট দিয়ে এমপি মুক্তি’কে শুভেচ্ছা জানান ও সংবর্ধনা দেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বনপাড়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com