1. : admin :
ফুলবাড়ীয়া থানার নতুন ওসি শাহীনুজ্জামানের যোগদানের পর বদলে গেছে উপজেলার চিত্র - দৈনিক আমার সময়

ফুলবাড়ীয়া থানার নতুন ওসি শাহীনুজ্জামানের যোগদানের পর বদলে গেছে উপজেলার চিত্র

শুভ বসাক, ময়মনসিংহ 
    প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
শাহীনুজ্জামান খান ফুলবাড়ীয়া থানায় যোগদানের পরেই পাল্টে যায় উপজেলার চিত্র। পুলিশ শাসক নয়, পুলিশ শোষক নয়, পুলিশ জনগণের সেবক। এই মন্ত্রে উজ্জীবিত এখন পুরো ফুলবাড়িয়া থানা পুলিশের সকল সদস্য। তাই হ্রাস পেয়েছে পুলিশ কর্তৃক মানুষের হয়রানি। ন্যায়বিচারের মূলে পুলিশের নিরপেক্ষতা এবং সততা। এর সাথে জড়িয়ে রয়েছে দেশের অন্যতম একটি বাহিনীর ভাবমূর্তি। একমাত্র এই বাহিনীকেই জনসাধারণের সংস্পর্শে যেতে হয়, পেশাদারিত্বের স্বার্থে। তাই অনেক সময় বিভিন্ন কারণে বা অকারণে লোভ-লালসা বশবর্তী হয়ে পড়েন কিছু সদস্য। এসব বিষয় বিবেচনায় রেখে সাহসী কিছু উদ্যোগ নিয়েছেন ওসি শাহিনুজ্জামান খান। সকল শক্তি অপশক্তিকে অপেক্ষা করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে কনস্টেবলদের প্রতিশ্রতি পূরণে প্রেরণাদীপ্ত পরাঙ্গমতা প্রদর্শনের সফল হয়েছেন তিনি। ওসি শাহিনুজ্জামান খান ফুলবাড়িয়া থানায় গত ১৪-০৫-২০২৩ তারিখে যোগদানের পর থেকেই তার কাজের সাফল্যের ধারাবাহিকতা কালের সাক্ষী হয়ে থাকবে ফুলবাড়িয়া ইতিহাসে। ফুলবাড়িয়া থানায় যোগদানের পর তিনি সাধারণ মানুষের পাশাপাশি জয় করে নিয়েছেন অভিভাবক মহলেরও মন। ফুলবাড়িয়া থানার সকল এলাকার যুব সমাজ যখন মাদকের ছোবলে ধ্বংসের দ্বারপ্রান্তে তখন মাদকের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। ওসির শাহিনুজ্জামান খানের দূরদর্শিতার ফলে প্রায়ই উদ্ধার হচ্ছে মাদক। ফুলবাড়িয়া থানায় তার যোগদানের পর পাল্টে যেতে শুরু করে পুলিশের বেশ কিছু চিত্র, পরিবর্তন আসে সকল ক্ষেত্রে। তার দক্ষ তদারকিতে পেশাদারিত্ব আসে মাঠ পর্যায়ের সদস্যদের মাঝেও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com