1. : admin :
জাজিরায় গৃহহীনরা ঘর পেয়ে আনন্দ র‍্যালি - দৈনিক আমার সময়

জাজিরায় গৃহহীনরা ঘর পেয়ে আনন্দ র‍্যালি

মো. ফারুক হোসেন, জেলা প্রতিনিধি শরীয়তপুর
    প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
শরীয়তপুর জাজিরা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ১৩৩ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন আশ্রয়ন প্রকল্পের চলাঞ্চলের জন্য নির্মিত বিশেষ শ্রেণীর ঘর। ঘরের কাগজপত্র হাতে পেয়ে, উপকারভোগীরা আনন্দিত হয়ে উপজেলা চত্বর এক আনন্দ মিছিল করেন।
বুধবার ২২ মার্চ সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গৃহীনদের ঘর হস্তান্তরের উদ্বোধন শেষে, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল উপজেলার ১৩৩ জন গৃহীন ও ভূমিহীনদের মাঝে ঘরের চাবি ও অন্যান্য কাগজপত্র বুঝিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াস, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাইলাতুল হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জামাল হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
উপজেলা পরিষদ থেকে জানা যায়, জাজিরা উপজেলায় ২৮৮ টি পরিবারের জন্য বিশেষ শ্রেণীর ঘরের বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে ১৩৩ টি ঘরের নির্মাণ কাজ শেষ হওয়ায় উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।
উপকারভোগী ইউনিয়ন গুলোর মধ্যে জাজিরা সদর ইউনিয়নের ৬ জন, বড়কান্দি ইউনিয়নের ১৭ জন, বিলাসপুর ইউনিয়নের ১৬ জন, পালেরচর ইউনিয়নে ৩২ জন, পশ্চিম নাওডোবা ইউনিয়নে ২১ জন, পূর্ব নাওডুবা ইউনিয়নে ৪ জন ও মূলনা ইউনিয়নে ৩৭ জন আশ্রয়নের এ ঘর পেলেন। বাকি ঘরগুলো খুব শিগগিরই উপকার ভূগিদের মাঝে বরাদ্দ দেয়া হবে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল।
গরিব, অসহায়, গৃহীন ও ভূমিহীনরা নিজের নামে এক টুকরো জায়গাসহ ঘর পেয়ে আনন্দ মিছিল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com