1. : admin :
চকরিয়ায় মোবাইল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার : মোবাইলসহ নানা সরঞ্জাম উদ্ধার - দৈনিক আমার সময়

চকরিয়ায় মোবাইল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার : মোবাইলসহ নানা সরঞ্জাম উদ্ধার

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘদিন চোরাই মোবাইল সংগ্রহ করে আইএমই নাম্বার বদল করে ব্যবসা করে আসছিলো একটি চক্র।
এসব মোবাইল পরবর্তীতে রোহিঙ্গা ক্যাম্পসহ নানা ব্যক্তির কাছেও বিক্রি করে আসছে। এমন এক চক্রের সন্ধান পান র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্প।
পরবর্তীতে র‌্যাব-১৫অধিক তদন্ত করতে গিয়ে দেখেন এসব চোরাই মোবাইল বেচাকেনার হাট চকরিয়ায়।
এরপর গত বুধবার (৭ জুন) রাতে চকরিয়া পৌরশহরের চকরিয়া শপিং কমপ্লেক্সে অভিযান চালান র‌্যাব-১৫ কক্সবাজারের একটি অভিযানিক দল।
এসময় তারা মোবাইল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে ৫৫টি মোবাইল, ১১টি ডিভাইস, ৪টি ল্যাপটপ, ১টি মনিটর ও ১টি পিসিসহ নগদ ২৬ হাজার ৫’শ টাকা উদ্ধার করে।
র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্প সুত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে অনৈতিক ও অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত।
তারা বিভিন্ন মাধ্যম থেকে চোরাইকৃত মোবাইল সেট ক্রয় করে আইএমই নাম্বার পরিবর্তন করে পুনরায় তা কাস্টমারদের কাছে বিক্রি করে।
এমন কি এসব মোবাইল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন অপরাধী ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত এমন চক্রের সদ্যসদের কাছেও মোবাইল সেট বিক্রি করে আসছে।
আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব খবর পেয়ে অভিযান পরিচালনা করি।
তারা আরও জানান, এসময় এই চক্রের পাঁচ জনকে গ্রেপ্তার করি। পরে তাদের কাছ থেকে ৫৫টি মোবাইল সেট, ১১টি ডিভাইস, ৪টি ল্যাপটপ, ১টি মনিটর, ১টি পিসি এবং মোবাইল বিক্রির নগদ ২৬ হাজার ৫’শ টাকা উদ্ধার করি।
এঘটনায় চকরিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামালসহ আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের পক্ষ থেকে মোবাইল চুরিসহ নানা অপরাধে যুক্ত থাকার ঘটনায় একটি এজাহার দেয়া হয়েছে।
এজাহারটি মামলা হিসেবে এন্ট্রি করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com