1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
গাজীপুরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে নারী ও শিশু সহ ৩৬ জন শেখ হাসিনা বার্নে - দৈনিক আমার সময়

গাজীপুরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে নারী ও শিশু সহ ৩৬ জন শেখ হাসিনা বার্নে

সাগর,বিশেষ প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে আছেন,  নারী পুরুষ শিশু সহ সকল বয়সের মানুষ।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় শফিক খানের বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা প্রথমে দগ্ধদের উদ্ধার করে কোনাবাড়ী ও কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন —–
১। নাদীম (২২)
২। নিরব বয়স (১০)
৩। সুফিয়া বয়স( ৯)
৪। মিরাজ(১৩)
৫। তারেক রহমান (১৭)
৬। সোলায়মান(৯) আইসিইউ
৭। লালন (২৩)
৮। নাঈম(৮) আইসিইউ
৯। শিল্পি (৪০)
১০। ইয়াসিন আরাফাত (২১)
১১। সুমন (২৬)
১২। মুহিদুল (২৭) আইসিইউ
১৩। মুন্নাত(১৮)- পোস্ট অপারেটিভ ওয়ার্ড
১৪। রাব্বি(১৩) পোস্ট অপারটিভ ওয়ার্ড
১৫। নার্গিস(২৫)
১৬। সাদিয়া খতুন(১৮)
১৭। জহিরুল (৩২) পোস্ট অপারেটিভ ওয়ার্ড
১৮। আরিফ (৪০) আইসিইউ
১৯। রত্না বেগম(৪০)
২০। তাইবা(০৫)
২১। মনসুর আলী(৩০)
২২। নূরনবী(০৩)১০%
২৩। রহিমা(০৩)
২৪। কবীর (৩০)
২৫। কুদ্দুস(৪৫)
২৬। তৌহিদ (০৭)
২৭। সোলায়মান মোল্লা (৪৫)৯৫%
২৮। মশিউর (২২)
২৯। লাদেন (২২)
৩০। কমলা খাতুন(৬৫)
৩১।নিলয়(৩)
৩২। বাশার (৪৫)
৩৩। মোঃ ফেরদৌস (১৯)
৩৪। আজিজুল (২৪)
৩৫। সুমি (১৯)
৩৬। মোতালেব (৪০)

ঘটনার পরপরই স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন দগ্ধদের চিকিৎসার খোঁজ নিতে শেখ হাসিনা বার্নে আসেন। আহত বেশিরভাগ  আশঙ্কাজনক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  তাদের মধ্যে ৮ জন প্রায় ৯০ থেকে ১০০ শতাংশ দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের তিনি জানান দগ্ধরের মধ্যে যদি কারো আইসিইউ-র প্রয়োজন হয় তাহলে তাৎক্ষণিকভাবে সে ব্যবস্থা যেন গ্রহণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার সংযোগ দেয়র সময় লিকেজের ঘটনা ঘটে। পরবর্তীতে সেই লিকেজ থেকে হয় আগুনের সূত্রপাত ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com