1. : admin :
একদিন 'মাঝারি' থাকার পর ঢাকার বাতাসের মান আবারও 'অস্বাস্থ্যকর' - দৈনিক আমার সময়

একদিন ‘মাঝারি’ থাকার পর ঢাকার বাতাসের মান আবারও ‘অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

ঢাকার বাতাসের মান একদিনের জন্য মাঝারি থাকার পর আবারও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় পৌঁছেছে। সোমবার (১ এপিল) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৪২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১১তম স্থানে রয়েছে ঢাকা।

থাইল্যান্ডের চিয়াং মাই, ভিয়েতনামের হ্যানয়, ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ১৭৭, ১৬৪ ও ১৬১ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে অবস্থান করছে।

 

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com