1. : admin :
আমরা বরিশালকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করতে চাই- পানিসম্পদ প্রতিমন্ত্রী - দৈনিক আমার সময়

আমরা বরিশালকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করতে চাই- পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, আমরা বরিশালকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করতে চাই। এখানকার ছেলে-মেয়েদের লেখাপড়ার মান উন্নত হবে এটা আমরা চাই। তাই এখানকার স্কুল-কলেজের মানও আরো উন্নত করতে চাই। বরিশাল হবে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিজেরা নিজেদের থেকে লেখাপড়া ও খেলাধুলার প্রতি মনযোগী হও। আর এতে দেখা যাবে তোমরা মাদক থেকে দূরে থাকবে, ভালো থাকবে। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা ভোলা থেকে বরিশালে গ্যাস নিয়ে আসছি। আগামী ৩ থেকে ৪ মাসের ভিতরে টেন্ডার হবে। গ্যাস আসলে বরিশালে শিল্প কারখানা হবে। বরিশাল সদর উপজেলার লামচরিতে দুইশত একর জমি আমরা অধিগ্রহণ করেছি, যেখানে অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে। যেখানে বিদেশীরা এসেও বিভিন্ন শিল্প-কারখানা গড়ে তুলবে। এসব জায়গাতে চাকরি করতে হলে যুব সমাজকে নিজেদের তৈরি করতে হবে সেভাবে। এজন্য তাদের লেখাপড়া করতে হবে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। উপযুক্ত না হলে কেউ তাকে চাকরি দিতে পারবে না। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে বিগত ৫ বছরে অনেককে চাকরি দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি খুব কম সংখ্যককে চাকরি দিতে পেরেছি। তাদের পরীক্ষার ফলাফল খুবই নিম্নমানের ছিল। তাই সবার প্রতি আহ্বান ভালোভাবে লেখাপড়া করো এবং যখন সময় পাবে খেলাধুলা করবে। আর বাবা মায়ের কথা মেনে চলবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com