রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়েছে।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব ক্রীড়া-সামগ্রী ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
প্রধান অতিথি বক্তব্য দেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন।
বিশেষ অতিথি বক্তব্য দেন – পুলিশ সুপার মো. আক্তার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার অভি দাস।
এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা যুব উন্নয়নের কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন।
প্রথম ধাপে লক্ষ্মীপুর জেলায় ৭০টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও ১১টি বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে। এ সামগ্রী গুলো বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন।
Leave a Reply