বিশ্ব বাঙালীর এক মহামিলন মেলার নাম ‘ফোবানা’। ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা, ফোবানা। ফোবানা সবার কাছে, উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালীদের কাছে এক আবেগের নাম, অনুভূতির নাম, এক মহামিলনের নাম। গত ৩৭ বছর ধরে প্রতিবছর উত্তর আমেরিকার কোন না কোন শহরে ও কানাডায় অনুষ্ঠিত হয়ে আসছে ফোবানা। ১৯৮৭ সালে বৃহত্তর ওয়াশিংটনের কিছু মানুষ উত্তর আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদেরকে এক ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্য নিয়ে গঠন করা হয় নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন (এনএবিসি)। ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টোন, ডালাস, সম্মেলন শেষে এই সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘ফেভারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’-ফোবানা।
এবার ৩০, ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২৪, ওয়াশিংটন ডিসির হোটেল হিজলটন, গেইতিজবার্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির ৩৮ তম কনভেনশন 38th FOBANA Convention Maryland 2024, তিন দিনব্যাপী জমকালো এই কনভেনশনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ও পৃথিবীর সেরা বিজনেস পারসন। কনভেনশন জুড়ে মিউজিক্যাল কনসার্টে থাকবে বিখ্যাত ও জনপ্রিয় শিল্পীবৃন্দ। ফোবানা কনভেনশন উপলক্ষ্যে ১১ মে ২০২৪ প্রেসক্লাব হলে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফোবনার কনভেনর জাহাঙ্গীর কবীর, বাবলু ট্রেজাটার ফিরোজ আহমেদ, ইভেন্ট পার্টনার ও অন্তর শোবিজ এর চেয়ারম্যান স্বপন চৌধুরী, স্পন্সর কোম্পানী ওমর ইন্টাঃ চেয়ারম্যান ওমর ফারুক ও আজীবন সম্মাননা প্রাপ্ত সঙ্গীত শিল্পী খোরশেদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনভেনর জাহাঙ্গীর কবীর বাবলু। অনুষ্ঠানে কয়েক জনকে পুরষ্কার প্রদান করা হয়। জাতীয় ফুটবলার আব্দুল গফ্ফার, আনিকা কবীর সখ (অভিনেত্রী), চিত্রনাট্যকার কাসেম আলী দুলাল ও মিরাক্কেল খ্যাত আবু হেনা রনীকে ক্রেষ্ট প্রদান করেন। তাছাড়া ফোবানার থিম সং এর গীতিকার কাজী নাসরিন সিদ্দিকী ও কন্ঠশিল্পী মিতা খন্দকারকে ক্রেষ্ট প্রদান করেন। স্পন্সর কোম্পানীর চেয়ারম্যান ওমর ফারুককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপন করেন জাইন খান পেরিস।
Leave a Reply