1. : admin :
১০ এপিবিএন বরিশালের টিআরসিদের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন - দৈনিক আমার সময়

১০ এপিবিএন বরিশালের টিআরসিদের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৬ মে, ২০২৩

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বরিশালের ৫৬তম ব্যাচের ৩৪৯ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ৬ মে শনিবার ১০ এপিবিএন এর ড্রিল শেডে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম সেবা। প্রধান অতিথির বক্তব্যে কমান্ডিং অফিসার বলেন, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। তিনি শৃঙ্খলা মেনে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করা এবং করণীয় ও বর্জনীয় সম্পর্কে টিআরসিদের বিস্তারিত নির্দেশনা দেন। ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রথম পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইনসে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণটি উদ্ধৃত করে তিনি বলেন, স্বাধীন দেশের পুলিশ শোষকদের নয়, জনগণের সেবক। তাই পুলিশের কাজ জনগণকে ভালোবাসা ও দুর্দিনে সাহায্য করা, যেন মানুষ শান্তিতে ঘুমাতে পারে। উপ-অধিনায়ক আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগত ও পেশার উৎকর্ষ সাধিত হয়। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (অ্যাডজুডেন্ট) ও টিআরসি ৫৬তম ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর মোঃ মাহমুদুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) নাসরিন জাহান, এএসপি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) উজ্জ্বল কুমার দে সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com