মানিকগঞ্জে হরিরামপুরে রমজান উপলক্ষে যুবলীগের মানবিক কর্মসূচির অংশ হিসেবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ঝিটকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেককে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, আলু, মুড়ি, চিড়া ও লবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেওয়া হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ফরিদ মোল্লা বলেন, আমরা হরিরামপুর উপজেলা যুবলীগ করোনা, বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা চেষ্টা করি সমাজের নিম্ন আয়ের মানুষ যাতে কষ্টে না থাকে। আমাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদ মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: কামাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আরিফুর রহমান পলাশ, গোপীনাথপুর ইউপি আওয়ামী যুবলীগের সভাপতি মজিবর রহমান সেন্টু, গালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, গালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আকন্দ মোহাম্মদ আবির, বাল্লা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জমির খান, চালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি অমিত হাসানসহ উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply