মানিকগঞ্জের হরিরামপুরে বাংলা নববর্ষে লাঠিখেলা ও সাপখেলা দেখানো হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানে উপজেলা চত্বরে লাঠিখেলায় অংশ নেয় বদুরদ্দিন এর দল।
তারা রিং খেলাও দেখান। এছাড়া সকাল নয়টায় সাপখেলায় সাপুরে নবীন বিশ্বাস সাপ খেলা দেখান। সাপ খেলা দেখতে উপজেলার আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক শিক্ষার্থী, হরিরামপুর উপজেলা পাবলিক লাইব্রেরির পাঠকেরা উপস্থিত ছিলেন।
বর্ষবরণের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান। বর্ষবরণ অনুষ্ঠানে আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব (অতিরিক্ত জেলা জজ) তৈয়বুল আজহার উজ্জল, হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান বলেন, আধুনিকতার ছোঁয়ায় আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাপ খেলা হারিয়ে যাচ্ছে। আর তাই হারিয়ে যাওয়া লাঠিখেলা ও সাপ খেলাকে বাঁচিয়ে রাখতে ও আমাদের এই আয়োজন।
তিনি আরো বলেন, সকালে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করে উপজেলা চত্বরে শেষ হয়। পরে আমরা লাঠিখেলা ও সাপ খেলা দেখা আয়োজন করি।
Leave a Reply