1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হট লুকে নিজেকে তুলে ধরলেন নিকি আহমেদ - দৈনিক আমার সময়

হট লুকে নিজেকে তুলে ধরলেন নিকি আহমেদ

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

শাড়ি হোক বা ওয়েস্টার্ন হোক কিংবা একেবারে মিনি স্কার্ট থেকে গ্রাউন বা জিন্স টপে নানা লুকে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ধরা দিয়েছেন নিকি। তবে এবার একেবারে অন্য অবতারে সোশ্যাল মিডিয়ায় নিজেকে মেলে ধরেছেন তিনি। অন্তর্বাস পরে হট লুকে সকলের নজর কেড়েছেন মডেল নিকি আহমেদ । প্রায়ই নতুন থিমের ফটোশুট করে চমক দেন নিকি।

নতুন লুক নিয়ে নিক্কি আহমেদ বলেন, আমি লোকেশনটা খুঁজে খুঁজে বের করেছি, ব্লু লেক, এরকম লোকেশন, এ ধরনের শুট সচরাচর বাংলাদেশে হয়না বা কেউ করতে চায় না, বাট ফ্যাশন সম্বন্ধে আমি মনে করি যেটা আমি পড়ে ক্যারি করতে পারব, কমফোর্ট ফিল করতে পারব এবং আমাকে মানাবে এবং দেখতে রুচি সম্পন্ন লাগবে, এমন কিছুই মনে করি৷ এবার তিনি বোল্ড লুকে সকলের নজর কেড়েছেন।

মানুষ মানেই তার কিছু খুঁত থাকবে, এমনটাই স্বাভাবিক। আর সেটা স্বাভাবিক ভাবেই সকলকে দেখিয়ে দিল নিকি। আর তাই অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন ফ্যান-ফলোয়ার্সরা। তার ছবিতে প্রচুর শেয়ার, লাইক ও কমেন্টও করেছেন নেটিজেনরা।

এই মুহূর্তে দম ফেলার মোটেই সময় নেই নিকির। জানা যায়, হাতে রয়েছে একগুচ্ছ মিউজিক ভিডিওর কাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com