অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে ড. শেখ মইনউদ্দিন গতকাল রোববার মন্ত্রণালয়ে যোগদান করেছেন। গত ৫ মার্চের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
ড. শেখ মইনউদ্দিন ২০২৩ সাল থেকে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের সেফটি এন্ড অপারেশনের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি একই বিভাগে প্রজেক্ট ম্যানেজার হিসেবেও কাজ করেন।
সড়ক ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আমেরিকার লুজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএসসি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অবকাঠামো ও পরিবেশ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি বনানীর সেতু ভবন থেকে তাঁর দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।
Leave a Reply