1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
স্কাউট দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করে : উপদেষ্টা শারমীন এস মুরশিদ - দৈনিক আমার সময়

স্কাউট দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করে : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ডেস্ক নিউজ :
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, স্কাউট যে কাজগুলো করে, যে শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে তা সুন্দর মানুষ হতে এবং দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করে, শুধু তাই নয় স্কাউটারদের অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে।

আজ ঢাকায় বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে বাংলাদেশ স্কাউটস গার্ল-ইন-স্কাউটিং বিভাগ আয়োজিত গর্ল-ইন-স্কাউটিং দিবস, আন্তর্জাতিক নারী দিবস এবং আন্তর্জাতিক মা দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ স্কাউটস একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। স্কাউটিং এর আদর্শ ও মূলনীতি শিশু, কিশোর ও যুব বয়সীদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তির উন্নয়ন ঘটিয়ে চরিত্রবান, দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে নিজেকে তৈরি করে। স্কাউটারদের সাধারণ শিক্ষার পাশাপাশি সহশিক্ষার কার্যক্রম হিসেবে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

স্কাউটারদের উদ্দেশ্যে শারমীন এস মুরশিদ বলেন, রাষ্ট্রের জন্য তোমরা ‘২৪ এর গণ আন্দোলনে সংগ্রাম করেছ। এদেশের অপশাসন, অন্যায়, দুর্নীতির কষ্টভোগ করেছো বলেই তোমরা সংগ্রাম করেছ । তিনি বলেন, এ সংগ্রামে তোমাদের মধ্যে থেকে ৮ জন শহিদ হয়েছে, যা ভাষা আন্দোলনের দ্বিগুণ। আমাদের এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা যারা প্রাণ দিলো, বড়রা সুন্দর দেশ গড়তে পারেনি বলে। তিনি বলেন, বড়রা সমাজে এত বড় বড় অন্যায়, এমন কতগুলো অসততা, দুর্নীতি, অপসংস্কার, অপসংস্কৃতি তৈরি করেছে যে আমাদের বাচ্চারা সেই জায়গাটিতে তাদের ভবিষ্যৎ খুঁজে পায়নি বলে।

সমাজ কল্যাণ উপদেষ্টা ’২৪ এর গণ আন্দোলনের প্রতিবাদে তারা বলেছিলো মেধাভিত্তিক সমাজ দাও, সকলকে সমান সুযোগ দাও, যদি আমরা কোটাভিত্তিক বলি সেটা হবে বৈষম্য। তিনি বলেন, তোমাদের ভাবনা ছিল যুক্তিসঙ্গত এবং সত্য। সেই জায়গাটিতে তোমরা মেয়েরা ছেলেদের থেকে আগে মার খেয়েছো, রক্ত দিয়েছো, সাহসের ভূমিকা পালন করেছো। কিন্তু তারপরও তোমরা হারিয়ে যাচ্ছো।

উপদেষ্টা আরো বলেন, ’৭১ দেখেছি। ’৭১ এর মুক্তিযুদ্ধে মেয়েরা ছিল অগ্রভাগে কিন্তু মেয়েদের নাম ইতিহাসে নেই। ২০২৪ এ গণ আন্দোলনেও মেয়েরা মেধাভিত্তিক সমাজ গঠনে অগ্রভাগে থেকেও তারা হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, নারীর প্রতি অবমাননা, সহিংসতা, হুমকি রুখতে সরকারের পক্ষ থেকে একটি সোশ্যাল ফোর্স গঠন করা হচ্ছে। এই ফোর্স ভিকটিমদের দোরগোড়ায় পৌঁছে যাবে, তাদের সমস্যা শুনবে এবং সমাধানে পদক্ষেপ নেবে। একই সঙ্গে সাইবার বুলিং প্রতিরোধে একটি ইউনিট গঠন করা হবে যেখানে স্কাউট টিমের মেয়েরা-সহ কয়েকশ মেয়ে কাজ করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস গার্ল-ইন-স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক মাহেনুর জাহানের সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক মোঃ শামসুল হক, বাংলাদেশ স্কাউটস গার্ল-ইন-স্কাউটিং বিষয়ক জাতীয় উপকমিটির যুগ্মআহবায়ক নুরুন্নাহার রুপা শুভেচ্ছা বক্তৃতা করেন।

এর আগে উপদেষ্টা স্কাউটদের আকা জুলাই অভ্যুত্থানের বিভিন্ন চিত্রাঙ্কন পরিদর্শন করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com