1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক আমার সময়

সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সীতাকুণ্ড প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা অঙ্গীকারবদ্ধ এ পতিপাদ্যে সাংবাদিকদের নিয়ে গঠিত এবং সীতাকুণ্ডবাসীর আস্তা অর্জনকারী সংগঠন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ই অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের প্রথম দিকে আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এসকে এম মেজবাহ উদ্দিন খালেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  চট্টগ্রাম জেলার কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোসলে উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোসলে উদ্দিন বলেন, সীতাকুণ্ডের উন্নয়নে এবং বিভিন্ন সমস্যা সমাধানে বিভিন্ন বিষয় নিয়ে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ায় রিপোর্ট করছেন সাংবাদিকরা সব সময়। এই রিপোর্টের মাধ্যমে আমাদের কে প্রকৃত সত্যতা তুলে ধরার জন্য চেষ্টা করছেন এবং সত্যি কারের উন্নয়নে আমাদের সীতাকুণ্ড উপজেলা বাংলাদেশের উপজেলা গুলোর মধ্যে অন্যতম একটা সুন্দর উপজেলা। এখানে অনেক কিছু রয়েছে। এখানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর উপর দিয়ে গেছে। এখানে পশ্চিমে সমুদ্র, পূর্বে পাহাড়, শিল্পকারখানাসহ অনেক সম্পদ রয়েছে। এখন আমাদেরকে সুস্থ্য ব্যবস্থাপনা দরকার, শিল্পকারখানা গুলোতে সীতাকুণ্ডের লোকজনের বেশি করে চাকরী পেতে পারে সে জন্যে আমাদেরকে সম্মেলিত ভাবে কাজ করা দরকার। আমরা যদি খেয়াল করি আমরা সত্যিকারের ভালো মানুষ, যে সেক্টরে কাজ করি না কেন? এলাকার মানুষের কাছে  আমরা স্মরণীয় হয়ে থাকবো আমরা যদি ভালো কিছু করতে পারি। আমাদের যদি সৎ নিয়ত ও ভালো ইচ্ছা থাকে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমরা সমাজ, ব্যক্তি জীবনে তথা রাষ্ট্রের অনেক উপকারে আসতে পারি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক জামসেদ উদ্দীন, ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা, সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসার আরবি প্রভাষক আনোয়ার হোসেন, সাংবাদিক নাছির উদ্দিন শিবলু, সাংবাদিক কবির শাহ্ দুলাল, বেলাল হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ এবং রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাময়িকী উম্মেচন ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে শিক্ষায়, সামাজিক, মানবিক কাজ, সাংবাদিকতায়, সাহিত্য এবং ক্রীড়ায়সহ ছয় জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com