ময়মনসিংহ নগরীর ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৬৪টি সিসি ক্যামেরা ও ১ টি ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নগরীর গোয়ালকান্দি নতুন কার্যালয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এসব কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। এ সময় মেয়র বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচল করতে আমরা সড়ক বাতি স্থাপন করেছি পাশাপাশি সিসি ক্যামেরাও স্থাপন করেছি। যাতে করে জনগণের কোন দূর্বোভ পোহাতে না হয়। সেই সাথে নগরীতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে জন্য এ ক্যামেরা স্থাপন জনগণের সহায়ক হিসেবে কাজ করবে। এ প্রসঙ্গে প্যানেল মেয়র-২ ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুব রহমান দুলাল জানান, এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছে। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করছি। আমার সিটি কর্পোরেশন ও নিজ উদ্যোগে এই এলাকার গরীব দুঃখী মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। এই এলাকায় আগে অনেকটা অন্ধকার ছিল এখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বৈদ্যুতিক এলইডি বাতি লাগানোর পর এখানকার মানুষের চলাচল নির্বিঘ্নে করতে পারছে। পাশাপাশি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা আজ ৬৪ টি সিসি ক্যামেরা স্থাপন করেছি। এ ক্যামেরাগুলো এই এলাকার মানুষের নির্বিঘ্নে চলাচলে অনেকটা সহায়ক হবে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন-মসিকের প্যানেল মেয়র-২ ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাহবুবুর রহমান, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, মসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাশেদুজ্জামান রোমানসস রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Leave a Reply