শাইনপুকুর কোম্পানির ১৪৪ পিচ ও ১৪৬ পিচ ডিনার সেটের মূল্য মাত্র ৩৯৯০ টাকা এমন অবিশ্বাস্য ও লোভনীয় অফার দিয়ে ভিডিওতে ক্রোকারিজের মালামাল দেখিয়ে সহজসরল মানুষকে প্রতিনয়ত বোকা বানাচ্ছে। দীর্ঘদিন অনুসন্ধানের পর এক প্রতারকের পরিচয় পাওয়া গেল, নাম তার সাইফুল ইসলাম। সে শাইনপুকুর সিরামিক্স এর পন্য বিক্রি করছে স্বল্পমূল্যে। সে ক্যুরিয়ারের মাধ্যমে মালপাঠানোর জন্য ৫১০/- গ্রাহকদের কাছ থেকে নিয়ে পরে আর যোগাযোগ বন্ধ করে দেয়।
প্রতারিত হওয়া ভূক্তভোগীরা জানান, অনলাইন বিক্রেতা ৮/১, রিং রোড, আদাবরের ঠিকানায় আসতে বলেছে তাই শোরুমে যোগাযোগ করতে এসে দেখে তারা প্রতারিত হয়েছে। আর প্রতারকরা শ্যামলী রিং রোডের যে শোরুমের ঠিকানা ব্যবহার করছে, সেই শোরুমের মালিকের নাম মোঃ বাশেত। তিনি বলেন, অসংখ্য ক্রেতা আমার দোকানে এসে ভীড় করছেন। সবাই বিস্মিত হয়ে ফিরে যাচ্ছেন। আর আমি বাধ্য হয়ে প্রতারকের নামে আদাবর থানায় জিডি নং ১১৯৬ তাং ২২/০৩/২০২৫ইং।
অভিযুক্তকে খুঁজে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার ব্যাপারে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া বলেন; যেহেতু এই অনলাইন প্রতারকের এনআইডি কার্ড আছে, জিডি যখন করেছেন আমরা দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply