গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে থানা পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেয়।
সোমবার (১০ এপ্রিল ) সাদুল্লাপুর থানা চত্বরে অনুষ্ঠিত এ মহড়ায় অগ্নি নির্বাপনের কলাকৌশল নিয়ে বাস্তবমুখী দিকনির্দেশনামূলক আলোচনা করেন,সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)এনায়েত কবির ও সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নারায়ন চৌধুরী। এর পাশাপাশি অগ্নি নির্বাপনে সাধারন জনগনকে সচেতনকরণ সহ পুলিশ ও অগ্নিনির্বাপন বাহিনীকে বিভিন্ন ধরনের কলাকৌশল অবলম্বনের দিকনির্দেশনা দেন।তারা আরো বলেন আপনারা সতর্কতার সাথে স্বীয় দায়িত্ব পালন করবেন। আপনাদের জোরালো প্রচেষ্টায় আর স্থানীয়দের সহযোগিতায় যেকোন ধরনের অগ্নিকান্ডের ঘটনা দ্রুত নিয়ন্ত্রন করা সম্ভব হবে। এসময় উপস্থিত ছিলেন এসআই তাহসিনুর রহমান ও এসআই শাহাদাত হোসেন।
Leave a Reply