1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা ‌সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় পন্যসহ ২ জন আটক - দৈনিক আমার সময়

সাতক্ষীরা ‌সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় পন্যসহ ২ জন আটক

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা ‌প্রতিনিধি :
    প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে ভারতীয় মটর পার্টসসহ একটি বাংলাদেশি ট্রাক আটক করেছে বিজিবি সদস্যরা।

গতকাল রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এই ট্রাকটি আটক করা হয়।

এই সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। আটক ভারতীয় ট্রাকের খুচরা যন্ত্রাংশ ও বাংলাদেশী ট্রাকের মূল্য প্রায় ৭১ লাখ ২৩ হাজার টাকা।এদিকে ৩৩বিজিবি সদস্যরা ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করেভোমরায় ভারতীয় মটর পার্টসসহ আটক ট্রাক চালকের নাম মো. শহীদুজ্জামান শাহেদ (২৫)।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ইন্দিরা গ্রামের আমির আলীর ছেলে। ট্রাকের হেলপার মো. আশিক গাজী (২২) শহরের ইটাগাছা এলাকার হাফিজুল গাজীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আসা একটি খালি ট্রাকে চোরাচালানী মালামাল বহন করবে এমন খবরের ভিত্তিতে ইমিগ্রেশন চেকপোস্টের উত্তর পার্শ্বে ভোমরা আইসিপি’র নায়েব সুবেদার মো. সুলতান আহমেদ এর নেতৃত্বে দায়িত্বরত বিজিবি সদস্যগণ অবস্থান গ্রহণ করে। সকাল সাড়ে ৯টার দিকে একটি খালি ট্রাক রপ্তানী মালামাল ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে ভোমরা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সেখানে অবস্থানরত টহল সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশী করে। এ সময় ভারতীয় ট্রাকের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ জব্দ করে। এ সময়ে বিজিবি সদস্যরা অবৈধভাবে ভারতীয় মালামাল চোরাচালানের দায়ে ট্রাকের চালক মো. শহিদুজ্জামান শাহেদ ও হেলপার মো. আশিক গাজীকে (যশোর-ট-১১-৫৭৯১) ট্রাকসহ আটক করে। আটককৃত ট্রাকসহ চোরাচালানী মালামালের মূল্য ৭১ লাখ ২৩ হাজার টাকা।এদিকে বিজিবির নিয়মিত বিশেষ আভিযানে ভোমরা মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে ১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ট্রাকের পিনিয়াম আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানে শ্মশ্বান ঘাট হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানে ভাদিয়ালী ও গেড়াখালী হতে ৯৯হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানে উত্তর ভাদিয়ালী হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানে তালসারি হতে ৪০হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চুরি আটক করে। আটক পণ্যের সর্বমোট মূল্য ৪ লাখ ৪৭হাজার টাকা।সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক এসব অভিযানের বিষয় নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com