1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক - দৈনিক আমার সময়

সাতক্ষীরা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক

সিরাজুল ইসলাম, জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে দুই দিনে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বিজিবি।

গত শনিবার ও রোববার সাতক্ষীরার পদ্মশাখরা, ঘোনা, বাঁকাল চেকপোস্ট, ভোমরা, তলুইগাছ, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ উলে­খিত বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৭৮০ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা, ৪৮৫ পিচ নেশা জাতীয় অন্যাগ্রা ট্যাবলেট, শাড়ি, বোরকা, জিরা, কাজুবাদাম, ওষুধসহ বিভিন্ন ধরনের মালামাল আটক করে। আটক মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৫২ হাজার ৯৩০ টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জিস্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উলে­খযোগ্য পরিমাণ রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com