সম্প্রতি ‘মেঘের ভেলা’ শিরোনামে একটি গান প্রকাশ করেছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। গানটি সুর ও সংগীত আয়োজন করে গেয়েছেন শাহজালাল শান্ত।
মেঘের ভেলা নিয়ে চল না হারাই দু’জনে/ মনের খেয়ালে ঘুরে বেড়াই নির্জনে/ যেখানে তুই আর আমি একটা পৃথিবী/ সেখানে তুই আগলে রাখা আমার মাধবী। এমনই কথার গানটি লিখেছেন এসময়ের প্রতিশ্রুতিশীল গীতিকবি সাইফুল বারী।
গান প্রসঙ্গে শাহজালাল শান্ত বলেন, গানটি আমার অনেক পছন্দের। এটি বেশ সময় নিয়ে করেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে।
সাইফুল বারী বলেন, সবাই বলে আমি শুধু ফোক গান লিখি। গানটি তাদের অবশ্যই শোনা উচিৎ বলে মনে করি। এটি শুনে নিরাশ হবে না কেউ এটা বিশ্বাস করি।
Leave a Reply