গীতিকবি সাইফুল বারীর গীতিকথায় নতুন একটি গান প্রকাশ পেয়েছে।
গানের শিরোনাম ‘প্রেম শিকলে বাইন্ধা রে মন’। গানটি সুর করে গেয়েছেন আদনান কবির এবং সঙ্গীতায়োজন করেছেন মারুফ চৌধুরী। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান আরআইআর মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করেছে বলে জানা গেছে।
গান প্রসঙ্গে আদনান কবির বলেন, এটি ফোক স্যাড গান৷ গানের কথা গুলো খুব সুন্দর। দরদ দিয়ে এটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে।
সাইফুল বারী বলেন, আদনান কবিরের সাথে এটি প্রথম কাজ। ইদানীং ও খুব ভালো ভালো কাজ করছে। এই গানটিও ভালো গেয়েছে। সবার কাছে ভালো লাগবে বলে মনে করি।
Leave a Reply