জামালপুরে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন ধর্ম-প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে সভাপতি সাংবাদিক মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে উপজেলার স্বার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় ইসলামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কোরবান আলী,যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, তথ্য বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান, আনন্দ টিভির ইয়ামিন মিয়া, আমাদের নতুন সময় পত্রিকার ব্যুরো চিফ খাদেমুল হক,ইনকিলাবের ইসলামপুর প্রতিনিধি ফিরুজ খানসহ জামালপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে ঈদের আনন্দ এক সাথে উদযাপন করতে প্রতিটি মানুষকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার মধ্যে দিয়েই প্রকৃত আনন্দের উপলব্ধি বিকাশ ঘটার আহবান জানান।
Leave a Reply