আই,ই,ডি,সি আর ভবনে আজ দুপুরে এক মিটিংয়ে বাংলাদেশ গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশন এর ত্রি-বাৎসরিক সংসদের দ্বিতীয় বার সভাপতি নির্বাচিত হয়েছেন সমীর কুমার বেপারী ও মুহাম্মদ মাহবুব হাসান মহাসচিব, মোঃ কামরুজ্জামান সিনিয়র সহ-সভাপতি ও মোঃ মোহব্বত হোসেন খান সহ-সভাপতি, নিতাই সাহা জয়েন সেক্রেটারী( ১), বাকী পদ আলোচনা করে সিদ্ধান্ত হবে। তবে, শিবলুর রহমান, কিবরিয়া, মেহেদী হাসান, মোঃ এমরান হোসাইন (মুগদা) এবং ঢাকা শহরের সকল গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল এর গ্রাজুয়েটদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।
সর্বশেষে সমীর কুমার বেপারী ও মাহাবুব হাসান তাদের কর্মজীবন ও কমিটির নিয়মতান্ত্রিকতা বজায় রেখে কাজ করার জন্য সবার দোয়া ও শুভ কামনা চেয়ে বক্তব্য রাখেন।
Leave a Reply