1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্যামনগরে ভুয়া এনজিওপ্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক - দৈনিক আমার সময়

শ্যামনগরে ভুয়া এনজিওপ্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক

সিরাজুল ইসলাম,  সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
    প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে স্বর্ণালী জন উন্নয়ন ফাউন্ডেশন নামীয় ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ সহ ওই প্রতিষ্ঠানের ০৩ কর্মীকে আটক করা হয়েছে। আজ১০ এপ্রিল দুপুর ২টার শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্যাহ আল রিফাত থানা পুলিশের সহায়তায় সদরে অবস্থিত পরিবহন টার্মিনাল সংলগ্ন অবসপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মাসুম এর বাড়ীর ২য় তলায় অভিযান পরিচালনায় করেন। এসময় স্বর্ণালী জন উন্নয়ন ফাউন্ডেশন এর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে আটককৃতরা কোন বৈধ প্রমানপত্র দেখাতে পারেনি। একপর্যায়ে অফিস কক্ষ তল্লাশি করে নগদ সাড়ে ৯হাজার টাকা, বিভিন্ন রকম ভূয়া বিজ্ঞপ্তি ও নিয়োগ ফরম সহ আনুসাঙ্গিক কাগজপত্র জব্দ করা হয়।আটককৃত কর্মকর্তা হলেন, কালিগঞ্জ উপজেলার আল ইমরান রনি ও পাইকগাছা থানার হরিনখোলা গ্রামের রাজেন্দ্র মন্ডল ও তাহার স্ত্রী নিপা মন্ডল। আটককৃতদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্যাহ আল রিফাত বলেন, উপজেলায় কর্মরত ডিজিএফআই সদস্য সার্জেন্ট মোঃ আল মামুনের তথ্যের ভিত্তিতে ওই এনজিও অফিসে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে ওই তিন কর্মকর্তা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ভূয়া এনজিও প্রতিষ্ঠান খুলে তারা গ্রামের সহজ সরল নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নগদ টাকা আদায় করছিল।শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com